Ibrahim Sifatibrahimsifat.com·Jan 4, 2025Strings and StringBuilder in Java: A Comprehensive Guide In Banglaকল্পনা করো তুমি "দারাজ" এ কাজ করছো। তোমার কাজ হচ্ছে প্রোডাক্টের নাম, প্রাইস, ডিসক্রিপশন ম্যানেজ করা। এখন দেখো - প্রোডাক্টের নাম "Samsung M33" কে তুমি যেভাবে স্টোর করছো, ঠিক একইভাবে Java-তেও String ব্যবহার করে টেক্সট স্টোর করা হয়। String: প্রথম পরিচয...Ibrahimsifat
Ibrahim Sifatibrahimsifat.com·Jan 1, 2025The Complete Guide to Computer Networking | নেটওয়ার্কিং ফান্ডামেন্টালসEssential Computing Concepts 1. Binary and Hex Basics: কম্পিউটার কিভাবে কথা বলে? 🤔 একটা মজার গল্প দিয়ে শুরু করি! মনে করেন, রিফাত নামে একজন ছোট বাচ্চা আছে। রিফাত এখনো কথা বলতে পারে না, শুধু "হুম" আর "না" বলতে পারে। "হুম" মানে হ্যাঁ, "না" মানে না। এখ...Linuxnetworking
Latifur Rahman Zihadlatifurrahmanzihad.hashnode.dev·Dec 30, 2024ব্যাকএন্ড ডেভেলপমেন্ট শিখনকালীন অভিজ্ঞতা পর্ব ১ডেভেলপমেন্ট অনেকদিন ধরেই শিখবো শিখবো করে আর শেখা হয়ে উঠছে না। যদিও টিউটোরিয়াল হেল নামক একধরণের মাদক 😜 বাস্তবে এটা এর থেকেও জঘন্য ক্যারিয়ার আর সময় নষ্ট করার এক কারখানা এই ফাদে পা দেওয়া। তবে আর উপায় কি ব্লগ কিংবা টিউটোরিয়াল দেখেই তো শেখা চালিয়ে যেতে হ...2 likesbackend
Mahfuz Swaronmafuzswaron.hashnode.dev·May 14, 2023জাভাস্ক্রিপ্ট "String"আমরা সাধারণত টেক্সট বলতে যেটা বুঝি সেটাই প্রোগ্রামিং এর ভাষায় “স্ট্রিং”। তো, যেহেতু এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আগে থেকেই নির্ধারিত করে দেওয়া থাকে, তাই এটি Primitive Data Type । আবার সম্পূর্ণ কোডই টেক্সট হয়, তাই স্ট্রিং কে অন্যান্য কোডের থেকে আলাদা ...3 likes·96 readsসহজ ভাষায় JSJavaScript
Rafiul Hasan Rabinrhrabin.hashnode.dev·Feb 27, 2023Linear Search by JavaScript লিনিয়ার সার্চ (জাভাস্ক্রিপ্ট)আমরা সাধারণত সার্চিং বা সার্চ বলতে কোন কিছু কে খুজে বাহির করাকে বুঝে থাকি। কম্পিউটার এর ভাষায় সার্চিং এর একটা উপায় হলো লিনিয়ার সার্চ। লিনিয়ার সার্চ করার জন্য কোন পূর্ব শর্ত নেই, আমরা সাধারণত অ্যাারে উপাদানের মধ্যে সার্চ করে থাকি। এ ক্ষেত্রে অ্যাারে এ...72 readslinearsearch